ভারতে মেয়েদের ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে
বুধবার সেমিফাইনালে গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি কলকাতাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ভারতে স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্র রায় স্মৃতি নকআউট মেয়েদের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার সেমিফাইনালে গয়েশপুর স্পোর্টস ফুটবল একাডেমি কলকাতাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। কোচবিহারের দেওয়ানগঞ্জ মাঠে ৭০ মিনিটের ম্যাচের ৫১ মিনিটে সদ্যপুষ্কুরিনীর রেখা একমাত্র জয়সূচক গোলটি করেন। শনিবার শিরোপার জন্য লড়বে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাওয়া ফুটবলকন্যারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ সরলা একাডেমি ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া।