ভারতের দাসত্ব মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয় : মামুনুল হক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আমরা দিল্লির দাস্তত্ব ও গোলামী থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটি ভিন দেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না।’
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত খেলাফত মজলিশের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ‘২০২৪ সালে স্বাধীনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা।
এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লীর আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা যখন দিল্লীর এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। শেখ মুজিবুর রহমান পাকিস্থানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে না এসে ভারতে ইন্দিরা গান্ধীর কাছে ছুটে গিয়েছিলেন। ভারতীয় সংবিধানের মূলনীতি বাংলাদশে আনার দাসখত দিয়ে এসেছিলেন।
এরপর ৭২ এ নতুন চেতনা আমাদের সামে দাঁড় করানো হলো। ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের কবর রচনা করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ মানবতবাদী দেশ। যখনই প্রয়োজন তখনই নিপিড়ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
রোহিঙ্গা পুনর্বাসনে যা করার আমরা ব্যবস্থা করবো। আমি ড. ইউনূসকে বলবো বিশ্ব পরিমন্ডলে আপনার গ্রহনযোগ্যতা রয়েছে। আপনার নেতৃত্বেও কারিশমায় রোহিঙ্গাদের সম্মানের সহিত দেশে পাঠানোর ব্যবস্থা করুন।’
প্রধান অতিথির বক্তব্যে মামুনূল হক আরো বলেন, ‘নারী অধিকার নিয়ে কোনো ব্যবসা চলবে না। আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো খেলা চলবে না।
যারা এটা করতে চাইবে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে।’
জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।