ভোট কিনতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক
প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কিনতে গিয়ে জহুরুল ইসলাম নামের এক ইউপি চেয়ারম্যান ১ লাখ ১০ হাজার টাকাসহ আটক হয়েছেন।
জহুরুল ইসলাম একই উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের (দোয়াত-কলম) কাজ করতেন।
বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে জানান, জহুরুল ইসলাম ভোট কেন্দ্রে টাকার বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের ভোট কিনছিলেন। এসময় টাকাসহ তাকে আটক করা হয়।
ঘটনার পর পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরির্দশন করেছেন।