বিয়ে করছেন পূজা হেগড়ে, পাত্র জনপ্রিয় ক্রিকেটার!

বিয়ে করছেন পূজা হেগড়ে, পাত্র জনপ্রিয় ক্রিকেটার!

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিপাড়ায় একের পর এক বাজছে বিয়ের সানাই। পরিণীতি চোপড়ার বিয়ের পর এবার পাত্রী অভিনেত্রী পূজা হেগড়ে। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি তৈরি। খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।
সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না কেউ।
এদিকে সিনেমার কেরিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবি থেকেই বলিউডে পা রাখেন তিনি। এর পর ‘সার্কাস’, ‘বিস্ট’ ছবিতেও দেখা যায়। এমনকি, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা গিয়েছিল পূজাকে।