বিয়ের খবর ১০ মাস পর জানালেন অভিনেত্রী
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: তারকাদের বিয়ের খবর গোপন রাখার বিষয়টি নতুন নয়। বিয়ে করলেও নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে ভক্তদের কাছ থেকে লুকিয়ে রাখেন সেই খবর।
এই যেমন, গত বছরের মে মাসে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। সে সময় বিষয়টি গোপন রাখলেও ১০ মাস পর সুখবরটি প্রকাশ্যে এনেছেন তিনি।
বিয়ে প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, ‘২০০৯-১১ থেকে আমাদের জানা শোনা ছিল। এটাকে প্রেমও বলা যায়। পরে গত বছর দুই পরিবার মিলে কাবিন করে রাখে আমাদের। এ মাসেই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। আনুষ্ঠানিকতা হলে তো সবাই জানবেই তাই ভাবলাম আগেই সবাইকে জানাই।’
স্বামী সম্পর্কে এই অভিনেত্রী জানান, তার বরের নাম বর্ষন রেজাউল। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে দীপ্ত টিভিতে প্রচারিত ‘পালকী’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান স্নিগ্ধা। এছাড়াও ক্যারিয়ারে ৭০টির বেশি একক নাটকে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন মোশাররফ করিম থেকে শুরু করে অনেকেই বিপরীতে।