বাসার ছাদে পানি দেওয়ার সময় নিচে পড়ে কেয়ারটেকারের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় একটি বাসার পাঁচ তলার ছাদে পানি দেওয়ার সময় উপর থেকে নিচে পড়ে মো. শহিদুল শিকদার (৫০) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে।
সোমবার(৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই শামীম জানান, আমার ভাই শনির আখড়া জাপানি বাজার ৬ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত। আজ সকাল সাড়ে নয়টার দিকে ওই বাসার পাঁচতলার ছাদে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল ১১ টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। সে জব্বার সিকদারের সন্তান ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।