বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ঢামেক পরিচালক জানান, গুলিস্তানের সিদ্দিক বাজারে আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ঢামেক পরিচালক জানান, গুলিস্তানের সিদ্দিক বাজারে আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা তাদের জন্য সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিল। এর মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, শেখ হাসিনা বার্নে নয়জন ভর্তি আছে। গতকাল (বুধবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি। গত মঙ্গলবার বিকেলে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে শতাধিক। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: