বিশ্বজুড়ে চাল, গম ও ভুট্টার দাম কমেছে- বিশ্বব্যাংক
ওয়ার্ল্ড ব্যাংক ফুড সিকিউরিটি আপডেটে এ চিত্র ধরা পড়েছে। এতে বলা হয়েছে, চাল এবং ভুট্টার দাম শতকরা প্রায় এক ভাগ কমেছে।
প্রথম নিউজ, অনলাইন: আগের দু’সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে ২৩শে মার্চ পর্যন্ত দু’সপ্তাহে চাল, গম ও ভুট্টার দাম কমেছে। ওয়ার্ল্ড ব্যাংক ফুড সিকিউরিটি আপডেটে এ চিত্র ধরা পড়েছে। এতে বলা হয়েছে, চাল এবং ভুট্টার দাম শতকরা প্রায় এক ভাগ কমেছে। অন্যদিকে গমের দাম কমেছে শতকরা ২ ভাগ। এক বছর আগে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তখন উচ্চ পর্যায়ে ছিল এসব খাদ্যপণ্যের দাম। সেখান থেকে ভুট্টার দাম কমেছে শতকরা ১৩ ভাগ এবং গমের দাম কমেছে শতকরা ৩৪ ভাগ। তবে চালের দাম বেড়েছে শতকরা ১৭ ভাগ। ২০২১ সালের জানুয়ারির তুলনায় ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে শতকরা ২২ ভাগ এবং গমের দাম বেড়েছে শতকরা ৪ ভাগ। কৃষিপণ্য, সিরিয়াল এবং রপ্তানি মূল্যসূচক যথাক্রমে কমেছে শতকরা ৩ ভাগ, ২ ভাগ ও ২ ভাগ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: