বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা হলো না ২২১ ওয়ানডে খেলা ম্যাথিউজের
বিশ্বকাপ বাছাইয়ের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ২২১ ওয়ানডে খেলা অভিজ্ঞ এই অলরাউন্ডারের।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ওয়ানডে ক্যারিয়ার সম্ভবত শেষ পর্যায়ে চলে এলো। বিশ্বকাপ বাছাইয়ের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ২২১ ওয়ানডে খেলা অভিজ্ঞ এই অলরাউন্ডারের। প্রায় দুই বছর বাইরে থাকার পর চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর দিয়ে ওয়ানডে দলে ফিরেছিলেন ম্যাথিউজ। ফলে মনে করা হচ্ছিল, ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় আছেন।
তবে ম্যাথিউজ নিজের ক্ষতিটা নিজেই করেছেন। প্রত্যাবর্তনের পর তিন ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখান। করেন ১৮, ০ আর ১২ রান। ফলে গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়েন এই তারকা। এবার বাদ পড়লেন বিশ্বকাপ বাছাই থেকেও। দলে জায়গা ধরে রেখেছেন 'নতুন মালিঙ্গা'খ্যাত মাথিসা পাথিরানা। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়ার পর ২০ বছরের উঠতি তারকা নজর কাড়ায়, তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৯ বছরের দুশান হেমন্তকেও ১৫ জনের দলে রাখা হয়েছে। এক সপ্তাহ আগে আফগানিস্তানের বিপক্ষে হেমন্ত তার ক্যারিয়ারে মাত্র একটি ওয়ানডে খেলেই বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচের জন্য দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ে লঙ্কানদের অভিযান শুরু হবে ১৯ জুন, বুলাওয়েতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, দুশান হেমন্ত।