বিশ্বকাপের আগে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় প্রোটিয়ারা।

বিশ্বকাপের আগে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। আইসিসির এই গুরুত্বপূর্ণ  টুর্নামেন্ট শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় প্রোটিয়ারা। চোটের দরুন অলরাউন্ডার জেসন হোল্ডারকে হারালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা দুর্দান্ত হলো সহআয়োজক ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ক্যারিবীয়রা।

রোববার রাতে জ্যামাইকায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের হেসেখেলে আট উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ভারপ্রাপ্ত অধিনায়ক ফন ডার ডুসেনের (৩১ বলে ৫১) ফিফটিতে সাত উইকেটে ১৬৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। টপঅর্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৭ বল বাকি থাকতে সেই রান টপকে যায় স্বাগতিকরা। বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে উইন্ডিজের সব চাওয়া-পাওয়া মিলে গেছে একবিন্দুতে। ফর্মে না থাকা ওপেনার জনসন চার্লস ২৬ বলে ৬৯ রানের টর্নেডো ইনিংসে দিয়েছেন স্বরূপে ফেরার বার্তা।

আগের ম্যাচে এক ওভারে ২১ রান হজম করা পেসার শামার জোসেফ এবার দারুণ বোলিংয়ে চার ওভারে ২৬ রান দিয়ে নেন দুই উইকেট। জেসন হোল্ডারের চোটে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আরেক পেসার ওবেড ম্যাককয় নেন তিন উইকেট।