বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ২

অভিযান চালিয়ে জাহেদ ও মুজবিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ২

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী (বিএনপি নেতা) লিয়াকত আলীসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার পর লিয়াকত আলীর ছেলে আশির ইনতিশার মিশকাত চারজনকে আসামি করে মামলা করেন। এর পরপরই অভিযান চালিয়ে জাহেদ ও মুজবিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, শুক্রবার বিকেল সরল ইউনিয়নের হাকিমিয়া মাদ্রাসা এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকতের গণসংযোগ চলাকালে নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর সমর্থকেরা হামলা করেন। এতে লিয়াকত আলী চৌধুরীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আগামী ১৫ জুন সরল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom