আ.লীগ সরকারের কাছে জনগণের মূল্য নেই : নজরুল ইসলাম
তিনি বলেন, যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে, ভোটের মাঠে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হবে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছাতে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে বিভীষিকার দিকে ঠেলে দিয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে, ভোটের মাঠে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হবে। তার আগে এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। নিরপেক্ষ সরকার এলেই জনগণের মূল্যায়ন হবে, ভোটের অধিকার ফিরে আসবে।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি যেন আদায় করতে না পারি, সেজন্য আজ মিথ্যা-বানোয়াট একটি মামলায় আপসহীন দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। কারণ আওয়ামী লীগ জানে, খালেদা জিয়ার জনপ্রিয়তার কাছে তাদের অন্যায় অত্যাচার টিকবে না। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সরকার দেশে আসতে দিচ্ছে না। কারণ জিয়া পরিবারের জনপ্রিয়তাকে তারা ভয় পায়।
তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম শোষণমুক্ত, গণতন্ত্র ও শান্তির জন্য। আজ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, তা সম্পূর্ণ ভূলুণ্ঠিত। আমাদের দলের নেতা জিয়াউর রহমান। আমাদের নেত্রী খালেদা জিয়ার হাত ধরে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, ১-১১ সরকারের সঙ্গে আপস না করে আমরা বারবার গণতন্ত্র রক্ষা করেছি। এই নব্য স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে আবারো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো এবং করতে হবে। তাই শ্রমিকদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
আলোচনায় সভার প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা এখন আবোল তাবোল বকছে। সারাদেশের মানুষ আজ এ সরকারের পতনের আওয়াজ শোনার জন্য প্রস্তুত। নির্বাচনের আগে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি মেনে নিতে হবে। সরকারের সঙ্গে বিএনপির আর কোনো আলোচনা হবে না। আগে আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আজ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র ছাত্রদলের নেতাকর্মীদের ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে। চট্টগ্রামে যুবদল-স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ কর্মীসভায় হামলা করছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী ও কিশোর গ্যাং। প্রশাসনের ভাইয়েরা সেখানে নীরবতা পালন করেছেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা চলে যাওয়ার আগে পিপার স্প্রে দিচ্ছে। আমরা বলতে চাই, এসব বন্ধ করতে হবে। প্রশাসনকে এসব বন্ধে পদক্ষেপ নিতে হবে। যদি আর হামলা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নূর উল্লাহ বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews