বাংলাদেশ ভুল থেকে শিখতে পারছে না
টি-টোয়েন্টি সিরিজ হারের পর জিম্বাবুয়ে গিয়ে ওয়ানডে সিরিজও খুইয়েছে বাংলাদেশ দল
প্রথম নিউজ, ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ হারের পর জিম্বাবুয়ে গিয়ে ওয়ানডে সিরিজও খুইয়েছে বাংলাদেশ দল। পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজয় টাইগারদের। যেখানে কাঠগড়ায় মন্থর ব্যাটিং, নখদন্তহীন বোলিং আর বাজে ফিল্ডিং। কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, সিরিজ হারিয়ে বাংলাদেশ দলকে এসব ভুলের শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচ শেষের পর হারারেতে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের হেড কোচ বলেন, ‘এক ম্যাচে ৬০ রানে ৩ উইকেটে, আরেক ম্যাচে ৪০ রানে ৪ উইকেট নেওয়ার পরেও ছেলেরা চাপটা ভালোভাবে তৈরি করতে পারেনি। অনেক আলগা বল দিয়েছে। ফিল্ডিং সেটআপে ভুল ছিল, কিছু ভুল বিকল্প বেছে নিয়েছে। ছেলেরা চেষ্টা করছে কিন্তু খুব দ্রুত শিখতে পারছে না। একই ভুল তারা বারবার করে গেছে। এটাই হতাশার জিনিস।’
যোগ করেন ডমিঙ্গো, ‘তারা পরিশ্রম করছে কিন্তু ভুল থেকে শিখতে পারছে না আর একই ভুল বারবার করছে। ভালো দল এবং ভালো খেলোয়াড় আপনাকে এর শাস্তি দিবেই।’
দুটি ওয়ানডেতেই সফরকারীদের ভুগিয়েছেন সিকান্দার রাজা। হার না মানা শতকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই ডানহাতি। সেই রাজাকে প্রশংসা বন্যায় ভাসালেন ডমিঙ্গো।
ডমিঙ্গো বললেন, ‘কৃতিত্বটা জিম্বাবুয়েকে দিতে হবে, বিশেষ করে সিকান্দার রাজাকে। অসধারণ খেলেছে সে। চাপের মুখে যেভাবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকাল। আগেরদিন আমরা ২০ রান কম করেছি, আজকেও সম্ভবত ২০ রান কম ছিল। আমরা আরো কিছু রান করতে পারতাম। এখানে দুপুরের পরে এই রান ডিফেন্ড করা কঠিন। তবে পুরো কৃতিত্ব জিম্বাবুয়ের। জয়টা তাদের প্রাপ্য ছিল।’
ধবলধোলাই এড়াতে বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।