বলিউডে অভিষেকের দিন বাবা-মাকে স্মরণ করলেন শাহরুখকন্যা

বলিউডে অভিষেকের দিন বাবা-মাকে স্মরণ করলেন শাহরুখকন্যা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’-এর হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। কিং খানের মেয়ের পর্দায় আগমনের খবরে আলোচনা হবে সেটাই স্বাভাবিক। তবে বলিউডে পা রেখেই বাবা শাহরুখ ও মা গৌরীর কথা স্মরণ করলেন সুহানা। তাদের দুজনকে উল্লেখ করলেন নিজের জীবনের ‘পথপ্রদর্শক’ হিসেবে।

ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা জানিয়ে সুহানা বলেন, ‘আমার মনে হয় নেটফ্লিক্সের ছবিতে থাকা এবং একজন অভিনেতা হিসেবে বাস্তব শুটিং সেটে থাকার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। কারণ শুটিং সেটে যে পরিমান লোকজন থাকে, আলো থাকে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়...সেসবের মাঝে নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। যেন আমার চারপাশে সবাই পরিচালকের দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে দেখছে। সব মিলিয়ে প্রথমদিন ভীষণ নার্ভাস লাগছিল।’

এরপরই বাবা-মায়ের কথা উল্লেখ করে শাহরুখকন্যা বলেন, ‘আমি তাদেরকে আমার কাজের সমালোচক বলব না, বরং তারা আমার জীবনের পথপ্রদর্শক। আমার বাবা-মা-ই আমাকে সবসময় পথ দেখিয়েছেন। আমাদের পুরো পরিবার একে অপরকে সাহায্য করে সবসময়। সুহানা আরও বলেন, ‘আমি আমার মায়ের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে পরামর্শ নেই। তাকে জিজ্ঞাসা করি, এটা ঠিক আছে কি না? আমার চুল ঠিকঠাক কি না, পোশাক ঠিক আছে কি না।’

প্রসঙ্গত, নেটফ্লিক্সের ছবি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ সুহানা ভেরোনিকার চরিত্রে অভিনয় করেছেন। ‘দ্য আর্চি’ নামে একটি জনপ্রিয় আমেরিকান কমিক্স রয়েছে, সেটার উপর ভিত্তি করেই এটাকে ভারতীয় লাইভ-অ্যাকশন মিউজিক্যাল মুভি বানিয়েছেন জোয়া। 

‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে সুহানা ছাড়াও বলিউডে অভিষেক ঘটছে প্রয়াত তারকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।


প্রথমবারের মতো এক সিনেমায় দেখা মিলতে পারে বলিউডের শীর্ষ তিন তারকা সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশনের। যশরাজ ফিল্মসের ‘ওয়ার টু’ সিনেমায় হৃতিকের সঙ্গে বড় চমক হিসেবে হাজির হতে পারেন দুই খান। খবর- হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ওয়ার টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়ার এনটিআরকে। তাকে জব্দ করার জন্য় নাকি হৃতিকের সঙ্গে হাত মেলাবেন  ‘পাঠান’ শাহরুখ এবং ‘টাইগার’ সালমান। খবরটি ছড়িয়ে পড়লেও, এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রযোজক আদিত্য চোপড়া। 

পরিচালক সিদ্বার্থ আনন্দের ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েল বানাতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, অয়নের কথাতেই নাকি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছেন জুনিয়ার এনটিআর। ‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নজরে পড়েছেন এনটিআর জুনিয়র। তাকে নিয়েই ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য তৈরি করতে যাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়। 

শোনা যাচ্ছে, হৃতিক ও এনটিআরের দ্বৈরথ দেখা যাবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলে। সেখানেই থাকবেন সালমান-শাহরুখও। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে সিনেমাটি।