বার্সাকে রুখে দিলো জিরোনা
ঘরের মাঠে ম্যাচের পুরো সময় দাপট দেখিয়েছে বার্সেলোনা।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ঘরের মাঠে ম্যাচের পুরো সময় দাপট দেখিয়েছে বার্সেলোনা। একাধিক সুযোগও তৈরি করে জাভির শিষ্যরা, কিন্তু কাজে লাগাতে পারেনি একটাও। কখনও জিরোনা গোলরক্ষকের দৃঢ়তা বা কখনও নিজেদের ব্যর্থতায় হাতছাড়া হয় একের পর এক সুযোগ। আগের রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। সোমবার রাতে লা-লিগায় জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সা। আনসু ফাতি বক্সে ঢুকে পাস দেন রবার্ট লেভানডোভস্কিকে। বার্সার এই পোলিশ ফরোয়ার্ডের ডান পায়ের শটে বল ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে সুযোগ হাতছাড়া হয়।
ম্যাচের নবম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে বসেছিল জিরোনা। ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো গোলরক্ষক পাওলো দিনোকে ব্যাকপাস দেন। তবে ততক্ষণে পোস্ট ছেড়ে এগিয়ে আসেন তিনি। শেষ মুহূর্তে দুর্দান্ত স্লাইডে কোনোমতে বিপদমুক্ত করেন দিনো।