ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দুটি স্কুলে বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন

ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ৩
ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ৩-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দুটি স্কুলে বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের স্পেরিতো সান্তো প্রদেশের আরাক্রুজ শহরে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

আরাক্রুজ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে বন্দুকধারী একটি স্কুলে যান। সেখানে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে দুই নারী নিহত হন। ওই ঘটনায় আরও নয়জন আহত হন

এরপর বন্দুকধারী আরেকটি স্কুলে যান। সেখানে তিনি একজন কিশোরীকে হত্যা করেন বলে জানিয়েছেন শহরটির মেয়র কার্লোস কুতিনহো।

স্পেরিতো সান্তো প্রদেশের গভর্নর জানিয়েছেন, বড় অভিযান চালানো শেষে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছেন তারা। তিনি জানিয়েছেন, কেন অভিযুক্ত বন্দুকধারী এ ঘটনা ঘটিয়েছেন সেটি শিগগিরই তারা জানতে পারবেন। এছাড়া এ ব্যাপারে আরও নতুন তথ্যও জানাতে পারবেন তারা বলে জানিয়েছেন তিনি।

ব্রাজিলে স্কুলে এ ধরনের হামলা খুবই বিরল। তবে গত কয়েক বছরে এটি বেড়েছে। দেশটির ইতিহাসে স্কুলে বন্দুক হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল ২০১১ সালে। সে বছর রিও ডি জেনেরিওর একটি প্রাথমিক স্কুলে গুলি ছুড়েছিলেন এক ব্যক্তি। এতে ১২ শিশু প্রাণ হারিয়েছিল। ২০১৯ সালে সাও পাওলোর সুজানোর একটি হাইস্কুলের দুই সাবেক ছাত্র গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom