ব্রাজিলে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো

ব্রাজিলে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
ব্রাজিলে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

প্রথম নিউজ, ডেস্ক : ব্রাজিলে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিন মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকার পর অবশেষে দেশে ফিরে গেলেন তিনি। গত জানুয়ারি মাসে তার সমর্থকরা ব্রাজিলের সুপ্রিম কোর্ট, কংগ্রেস এবং প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালায়। ওই ঘটনার আগেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে গিয়েছিলেন বলসোনারো। ব্রাজিলের বর্তমান সরকার ওই হামলার জন্য বলসোনারোর উস্কানিকে দায়ী করে। বিবিসি জানিয়েছে, ব্রাজিলের গত প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পান বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তবে বলসোনারো সমর্থকরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলনের পর জানুয়ারিতে ওই দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলসোনারো সমর্থকরা। 

লুলা ক্ষমতা গ্রহণের দুই দিন আগেই ব্রাজিল ছেড়েছিলেন বলসোনারো। সেসময় তিনি ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই ব্রাজিলে ফিরে যাবেন তিনি। তিন মাসের মাথায় এবার তিনি ব্রাজিলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ফ্লোরিডা বিমানবন্দর থেকে রওনা দেয়ার সময় তিনি জানান যে, ব্রাজিলে ফিরে বিরোধীদের নেতৃত্ব দেবেন না তিনি। তবে একজন অভিজ্ঞ মানুষ হিসেবে তিনি তার লিবারেল পার্টির বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং স্থানীয় নির্বাচনের প্রচারণার জন্য ব্রাজিলের বিভিন্ন অঞ্চল সফর করবেন।

তবে ব্রাজিলে ফিরেই তাকে ব্যাপক আইনি ঝামেলা পোহাতে হবে বলে ধারণা করা হচ্ছে। এরমধ্যে সবথেকে বেশি ভোগাবে গত জানুয়ারি মাসের দাঙ্গার পেছনে তার উস্কানির অভিযোগ। এ নিয়ে ব্রাজিলে এখনও তদন্ত চলছে। এছাড়া তিনি সৌদি সরকারের দেয়া কয়েক মিলিয়ন ডলারের উপহার নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।
 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: