বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি, বিস্ফোরক দাবি

বেশ অনেক দিন ধরেই বাবর আজমের নেতৃত্ব নিয়ে টানাপড়েন চলছিল

বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি, বিস্ফোরক দাবি

প্রথম নিউজ, ডেস্ক : বেশ অনেক দিন ধরেই বাবর আজমের নেতৃত্ব নিয়ে টানাপড়েন চলছিল। এর মধ্যেই বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠী। তিনি দাবি করেছেন, বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন কমিটি। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল পিসিবি। আফ্রিদির নেতৃত্বে সেই অন্তর্বর্তী নির্বাচন কমিটিই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। 


সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাজাম শেঠী বলছিলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচন কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও নেতৃত্ব থেকে সরাতে হবে। তবে তারা নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। জানায় বাবরের বদলির কোনো প্রয়োজন নেই।’

যতদিন পাকিস্তানের হয়ে ম্যাচ জিততে থাকবে ততদিন বাবর অধিনায়ক থাকবেন বলে জানান নাজাম শেঠী। পিসিবি বস বলেন, ‘যতদিন বাবর একজন সফল ব্যাটসম্যান এবং একজন সফল অধিনায়ক থাকবেন, ততদিন তিনি অধিনায়ক থাকবেন। আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে লোকরা আপনার অধিনায়কত্ব এবং অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’