বন্ধুত্বের ৩০ বছর পার করলেন মৌ-তানিয়া-সুইটি
চলতি বছর তাদের বন্ধুত্বের ত্রিশ বছর পার করছেন।

প্রথম নিউজ, বিনোদন : দেশের জনপ্রিয় তিন তারকা সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ ও তানভীন সুইটি। তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। চলতি বছর তাদের বন্ধুত্বের ত্রিশ বছর পার করছেন। কিছুদিন আগে তানিয়া ফেসবুকে তিন বন্ধুর কয়েকটি ছবি পোস্ট করে লিখেছিলেন ‘যদিও আমরা সবাই যার যার কাজে ভীষণ ব্যস্ত, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে একের প্রতি অপরের এক টান রয়েছে, যা আমাদের এক করে রেখেছে। আমাদের এ বন্ধুত্ব আজীবন বেঁচে থাকুক।’
বন্ধুত্বের তিন দশক প্রসঙ্গে মৌ বলেন, ‘তানিয়া এবং সুইটির সঙ্গে আমার চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এটাও সত্যি আমরা সবাই যার যার সংসার নিয়ে অনেক ব্যস্ত। সুইটির সঙ্গে আমার নিয়মিত দেখা হয়, গল্প আড্ডা হয়। তানিয়ার সঙ্গে কম দেখা হয়। তবে তিনজনের একসঙ্গে দেখা হলে আড্ডাটাও জমে ওঠে।’
তানভীন সুইটি বলেন, ‘যে যতদূরেই যেখানে থাকি না কেন, একের প্রতি অন্যের হৃদয়ের টান রয়েছে। আমাদের এ বন্ধুত্বের প্রতি রয়েছে পরম শ্রদ্ধা, ভালোবাসা। আছে একের প্রতি অন্যের আবেগ, অনুভব। এ ভালোলাগা এই অনুভব সব সময়ই আছে, থাকবেও চিরদিন।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews