বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন অভিষেক-ঐশ্বরিয়া
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কের ভাঙনের খবর শোনা যাচ্ছিল। নিজ শ্বশুরবাড়ি ছেড়ে অভিনেত্রী নিজ বাড়িতে থাকছেন সেই খবরও মিলেছিল।
বিশেষ করে অভিষেকের হাতে ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ের সময়ের আংটি না দেখার পর এই গুঞ্জন আরও জোরালো হয়। তবে সকল গুঞ্জনে আপাতত জল ঢেলে একই মঞ্চে হাজির হলেন ঐশ্বরিয়া ও বচ্চন পরিবার। যেখানে পাশাপাশি দেখা গেছে অভিষেক, তার কন্যা ও স্ত্রীকে।
অভিষেকের একমাত্র ভাগ্নি অগস্ত্য নন্দা অভিনীত ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই তারকারা। অগস্ত্যর ছবির প্রিমিয়ার নিয়ে পুরো বচ্চন পরিবার ছিল উচ্ছ্বসিত। প্রিমিয়ার শো-তে হাজির হয়ে অভিষেকের একমাত্র ভাগ্নিকে পরামর্শও দিয়েছেন ঐশ্বরিয়া। একা ছবি তোলার জন্য উৎসাহিত করে বলেছেন, ‘অ্যাগি একা ছবি তোলো। অভ্যস্ত হতে হবে।’
হিন্দুস্তান টাইমস বলছে, ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে দ্যুতি ছড়িয়েছেন ঐশ্বরিয়া, পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক। আরাধ্যাও পৌঁছেছিল ভাইয়ের ছবি দেখতে। নাতির অভিষেক সিনেমা নিয়ে উচ্ছ্বাস অমিতাভের চোখে-মুখে। পাপারাজ্জিদের দেখে এদিনও মেজাজ হারালেন জয়া। তিনি অবশ্য পরিবারের সঙ্গে খাপ খাইয়ে কালো পোশাক পরেননি, অফ হোয়াইট আর সোনালি কাফতানে দেখা মিলল জয়ার। অগস্ত্যর বোন নভ্যার দেখা মিলল লাল গাউনে। পৌঁছেছিলেন বচ্চন কন্যা শ্বেতা এবং তার স্বামী নিখিল নন্দাও।
‘দ্য আর্চিজ’ ছবিতে অগস্ত্যর নায়িকা সুহানা। সুহানার পাশে এদিন হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এছাড়াও দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছেছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।
জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ই ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।