বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন-নারী কেলেঙ্কারির অভিযোগ

এ ঘটনায় গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন-নারী কেলেঙ্কারির অভিযোগ

প্রথম নিউজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল ইমরানের বিরুদ্ধে যৌতুক দাবি ও অনৈতিক সম্পর্কসহ নানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আল ইমরান দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক নির্যাতনসহ অন্য নারীদের সঙ্গে পরকীয়া করতেন। বিয়ের ১১ বছর হলেও স্ত্রী সন্তান নিতে দিতেন না। তার স্ত্রী তিনবার অন্তঃসত্ত্বা হলেও নানা কৌশলে সন্তান নষ্ট করতে বাধ্য করেন। এছাড়া স্ত্রীর পরিবার থেকে ১১ বছরে আনুমানিক ৩০-৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গত দুই বছর ধরে ব্যবসা করার কথা বলে যৌতুক বাবদ ৫ পাঁচ টাকা দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীর পরিবারের ওপর ক্ষিপ্ত হন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ বছর ধরে তিনি বিভিন্ন তরুণীদের সঙ্গে নিজেকে অবিবাহিত সাজিয়ে পরকীয়ায় লিপ্ত হন। এ ঘটনায় চার বছর আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। ইমরান মাদক সেবন করে গভীর রাতে বাসায় ফিরতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেইল করে অভিযোগ জানালেও তিনি কোনো উত্তর দেননি। এরপর ভুক্তভোগী পীরগঞ্জ থানায় মামলা করলে তাকে তালাকের নোটিশ পাঠান ইমরান। এখন তিনি নিরুপায় হয়ে উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে আল ইমরান জাগো নিউজকে বলেন, আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগটি মিথ্যা।

এ বিষয়ে বেরোবির প্রক্টর সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।