বগুড়ার পর কুমিল্লাতেও স্টার সিনেপ্লেক্স

বগুড়ার পর কুমিল্লাতেও স্টার সিনেপ্লেক্স
চুক্তি স্বাক্ষর

প্রথম নিউজ, ডেস্ক : চলতি সপ্তাহে নতুন প্রেক্ষাগৃহ চালুর ঘোষণা দিয়েছিল মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। জানিয়েছিল, শিগগিরই ঢাকার বাইরে বগুড়ায় হবে তাদের এই নতুন সিনে বিনোদন কেন্দ্র।

বিষয়টির বিস্তারিত জানাতে ৩ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে জানা গেল নতুন আরও একটি তথ্য- শুধু বগুড়া নয়, কুমিল্লাতেও হচ্ছে আরও একটি প্রেক্ষাগৃহ। সেটার কাজও প্রায় শেষ।

জানা যায়, বগুড়ার মতো এটির সঙ্গেও সম্পৃক্ত বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। যে কারণে বগুড়া ও কুমিল্লা পুলিশ প্লাজায় হবে প্রেক্ষাগৃহ দুটি।

সংবাদ সম্মেলনে স্টার সিনেপ্লেক্স ও পুলিশ কল্যাণ ট্রাস্ট বগুড়ার সিনেপ্লেক্সের বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। এতে অংশ নেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও বাংলাদেশ পুলিশের এআইজি (কল্যাণ ট্রাস্ট) মো. ফেরদৌস আলী চৌধুরী। 

অনুষ্ঠানে ডিআইজি (অর্থ ও উন্নয়ন) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি আলমগীর কবিরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের আগে ডিআইজি (অর্থ ও উন্নয়ন) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, মাদকের থাবা থেকে যুব সমাজকে মুক্ত রাখতে বিনোদনের বিকল্প নেই। এই জন্য স্টার সিনেপ্লেক্সের সঙ্গে তারা এমন চুক্তি করছে। আর এ কারণে বগুড়ার পর কুমিল্লাতেও তারা আরেকটি সিনেপ্লেক্স চালু করবে।

এদিকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আগামী বছরের মাঝামাঝি ৪২৫ আসন বিশিষ্ট বগুড়ার হলটি উদ্বোধন হবে। এর ঠিক পরপরই কুমিল্লার প্রেক্ষাগৃহটি চালু হবে। দুটি সিনেপ্লেক্সই উদ্বোধনের জন্য এখন প্রায় প্রস্তুত।