বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না, প্রশ্ন চঞ্চল চৌধুরীর

বিশেষ করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার শোবিজ তারকারা। এবার এ নিয়ে কথা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না, প্রশ্ন চঞ্চল চৌধুরীর

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। বিশেষ করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার শোবিজ তারকারা। এবার এ নিয়ে কথা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
হামলার প্রতিবাদ জানিয়ে এদিন অভিনেতা ফেসবুকে লিখেন, পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি… হয়েছি শোকাহত! এই অভিনেতা প্রশ্ন রাখেন, “সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না?”
“যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাংক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত!” পুরো বিষয়টিকে অভিনেতা এভাবেই ব্যাখ্যা করেন।
রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী শেষ আরো লিখেন, “আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝিনা! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝড়ে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!”