বিএনপি-জাপার সঙ্গে বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল
আগামী ১৫ই জুলাই বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিএনপি, জাতীয় পার্টি ও এবি পার্টির সঙ্গে বৈঠক করবে। আগামী ১৫ই জুলাই বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র আজ সকালে আগামী ১৫ই জুলাই বিকেল চারটা থেকে ৫টা পর্যন্ত ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস কার্যালয়ে বিএনপি, জাতীয় পার্টি ও এবি পার্টির সঙ্গে পৃথকভাবে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।