ফেসবুকে বিষন্ন পোস্ট, শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেসবুকে বিষন্ন পোস্ট, শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরিফ  বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

প্রক্টর বলেন, আনুমানিক ভোর ৪টার দিকে সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল। সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়নাতদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসছেন।

এদিকে মৃত আরিফের ফেসবুক টাইমলাইন ঘেটে দেখা যায়, বুধবার দিবাগত রাত ২টার আগ পর্যন্ত প্রায় ১৫টি বিষন্ন পোস্ট দিয়েছেন তিনি। সেগুলোতে বিষন্নতা ও কাউকে না পাওয়ার আকুলতা প্রকাশ পেয়েছে। 

আরিফের সর্বশেষ পোস্টে লেখাছিল, ‘বিষন্ন রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর, নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।’