ফিলিস্তিন সমস্যার সমাধান চান জেমিমা

একই সঙ্গে তিনি ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক সমাধান দাবি করেছেন।

ফিলিস্তিন সমস্যার সমাধান চান জেমিমা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সমালোচনার জবাবে গাজায় যুদ্ধবিরতিতে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বৃটিশ চলচ্চিত্র প্রযোজক ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর সাবেক চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। একই সঙ্গে তিনি ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক সমাধান দাবি করেছেন। এক্সে জেমিমা লিখেছেন, যারা এ বিষয়ে জানতে চাইছেন সন্দেহ দূরে সরিয়ে রেখে বলতে চাই আমি গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের একটি রাজনৈতিক সমাধানের জন্য দ্ব্যর্থহীন এবং আবেগপ্রবণ হয়ে অনুরোধ করছি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

এর আগে অক্টোবরে তিনি ফিলিস্তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন নিয়ে কথা বলে দুই পক্ষেরই ব্যাপক সমালোচনায় পড়েন। তিনি এক্সে লিখেছিলেন, এই যুদ্ধে উভয় পক্ষে নিরীহ মানুষের পাশে আমার অবস্থান। উভয় ক্ষেত্রেই নিন্দা জানাই। আরেক পোস্টে তিনি লিখেছেন, আমি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পক্ষে। রাজনৈতিক গোত্রভেদ মানবতায় নেই। 

অবশেষে শুক্রবার তিনি আবার পোস্ট দেন। তাতে বলেন, এটা বলা প্রয়োজন যে আমি কমপক্ষে ২০ বছর বৃটেনে ইউনিসেফে কাজ করেছি। ওই সময় সারাবিশ্বে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের প্রচারণায় সমর্থন দিয়েছি। জেমিমা আরও বলেন, এবারই প্রথমবার নিরীহ হাজারো শিশুকে হত্যা বন্ধের কথা বলায় তা বিতর্কিত করা হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ৭ই অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ১৫ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে কমপক্ষে ৬২০০ শিশু। হাসপাতালে, নিজেদের বাসা, আশ্রয়কেন্দ্রে ইসরাইলের নৃশংস বোমা হামলায় মারা গেছে তারা। জেমিমা ইউনিসেফের একটি পোস্টও শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে, যুদ্ধবিরতির অস্থায়ী বিরতি এবং শিশুদেরকে তাদের পরিবারের কাছে যেতে দেয়াকে স্বাগত জানায় ইউনিসেফ। আমরা একটি পূর্ণাঙ্গ এবং অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করি। একই সঙ্গে সব শিশুকে হত্যা বন্ধ করতে হবে। ইউনিসেফ মুখপাত্র বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। টেকসই শান্তি  এবং ব্যাপক মাত্রায় জরুরি ত্রাণ ছাড়া শিশুদের বিপর্যয় রোধ করা যাবে না।