ফের ৬ বলে ৬ ছক্কা দেখল বিশ্ব

ফের ৬ বলে ৬ ছক্কা দেখল বিশ্ব

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: এক ওভারের ছয় বলেই ছয়টী ছক্কার ঘটনা এখন ক্রিকেটে বেশ অনিয়মিত। আর আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা তো একটি বিরলতম ঘটনা।

আন্তর্জআতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে চার বার। এছাড়াও পেশাদার ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে ৮ বার। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে কাল ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে এই সংখ্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়েছেন ভামশী কৃষ্ণা

ভারতের জাতীয় টুর্নামেন্ট সি কে নাইডু ট্রফিতে গতকাল ব্যাট হাতে এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছেন ভামশি। রেলওয়ের স্পিনার দামানদীপ সিংয়ের ওভারে এমন কীর্তি ঘটান তিনি।

ভামশির এমন কীর্তির খবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছয় ছক্কা হাঁকানোর একটি ভিডিও প্রকাশ করে বিসিসিআই লিখেছে, ‘এক ওভারে ছয় ছক্কা, সাবধান!

ভারতীয় এই ব্যাটার কাল ব্যাট হাতে খেলেছেন ৬৪ বলে ১১০ রানের ইনিংস। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি। তাঁর আগে এমন ঘটনা ঘটিয়েছিলেন রবী শাস্ত্রি, যুবরায সিং এবং ঋতুরাজ গায়কোয়াড়।