পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট: তৃণমূলকে ছাপিয়ে মনোনয়নে এগিয়ে বিজেপি
প্রথম নিউজ, ডেস্ক : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকেই রাজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। গোলাগুলি ও হামলার অভিযোগ উঠেছে। এ অবস্থায় সোমবার তৃতীয় দিনের মতো মনোনয়ন জমা দিয়েছেন অনেক প্রার্থী।
গত তিন দিনে গ্রাম পঞ্চায়েতের ৪২ হাজার ৩২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৩১টি ও জেলা পরিষদের ৫৮৮টি মনোনয়ন জমা পড়েছে। ফলে শাসকদল তৃণমূলকে পেছনে ফেলেছে বিজেপি।
তিন দিন পরও দেখা গেছে, সামগ্রিকভাবে সবার চেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির প্রার্থীরা। তাদের মনোনয়নপত্রের সংখ্যা ২০ হাজার ৫১৬, তৃণমূলের ৩ হাজার ৪৪৯টি। আর সিপিএমের ১৭ হাজার ৫৪টি মনোনয়ন জমা পড়েছে।
প্রথম দিনে তৃণমূল গ্রাম পঞ্চায়েতে ৩ হাজার ৬২টি, পঞ্চায়েত সমিতিতে ৩৭২টি এবং জেলা পরিষদে ১৫টি মনোনয়ন জমা পড়েছে। বিজেপি গ্রাম পঞ্চায়েতে ১৭ হাজার ৮৬৯টি, পঞ্চায়েত সমিতিতে ২ হাজার ৫১১ এবং জেলা পরিষদে ১৩৬টি মনোনয়ন জমা পড়েছে।
গ্রাম পঞ্চায়েতে ১৪ হাজার ৯৬০টি, পঞ্চায়েত সমিতিতে ২ হাজার ৩৫৬টি এবং জেলা পরিষদে ২৩১টি মনোনয়ন জমা দিয়েছে সিপিএম। সব মিলিয়ে মোট ৪৯ হাজার ৪১টি মনোনয়ন জমা পড়েছে।
গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়েছে। ১৫ তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন জমার প্রক্রিয়া। তবে এই সময় যথেষ্ট নয় বলে দাবি করেছেন বিরোধীরা। এ নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে।