পুলিশ লাইন্স গেস্ট হাউজে ইমরান

শুক্রবার তাকে ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।

পুলিশ লাইন্স গেস্ট হাউজে ইমরান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইমরান খানকে পুলিশ লাইন্স গেস্ট হাউজে পাঠিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। এ সময় তাকে বন্দি হিসেবে বিবেচনা করা যাবে না। তার নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার তাকে ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। পাশাপাশি তাকে রাজনৈতিক বিরোধী পক্ষগুলোর সঙ্গে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইমরান খানকে সুপ্রিম কোর্টে হাজির করা হলে তাকে আরাম করে বসতে বলেন প্রধান বিচারপতি। এ খবর দিয়েছে অনলাইন ডন ও জিও টিভি।