প্রয়াত বিশুর দুই কন্যার দায়িত্ব নিলেন জেমস
গত শনিবার বিকালে গীতিকার বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত গীতিকবি বিশু শিকদারের দুই কন্যাসন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। গত সোমবার বিকাল ৩ টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে বিশু শিকদারের বাড়িতে যান জেমস। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শোক ও সমবেদনা জানান তিনি পরিবারের সদস্যদের। ওই সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুর উপস্থিত ছিলেন। বিশু শিকদারের ছোট ভাই শাহ আলম শিকদার বলেন, ব্যান্ড তারকা জেমস সদ্য প্রয়াত আমার বড় ভাই বিশু শিকদারের দুই কন্যাসন্তান সঙ্গীতা ও সুকন্যার সার্বিক দায়িত্ব নিয়েছেন।
গত শনিবার বিকালে গীতিকার বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রোববার সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নগর বাউল জেমসের জন্য প্রায় অর্ধশতাধিক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই লিখতেন তিনি। তার অনেক গানই পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমণি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: