প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
আজ বুধবার (৭ জুন) দুপুরে নগরের কুশিঘাট এলাকায় হাজি মো. শফিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।
প্রথম নিউজ, সিলেট: সিলেটে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়লে স্কুলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসীর ছোড়া ইট-পাটকেলের আঘাতে শাহপরাণ থানার দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৭ জুন) দুপুরে নগরের কুশিঘাট এলাকায় হাজি মো. শফিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, হাজি মো. শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসিবের বিরুদ্ধে স্কুল অভ্যন্তরে এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ তোলে। বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল হাসিবকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমাদের দুই কনস্টেবল ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। আহত কনস্টেবল কুতুব উদ্দিন ও মেহেদী হাসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো স্কুলে পুলিশ মোতায়েন রয়েছে।