প্রাথমিকে প্রতিবন্ধী কোটায় ১১৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রুল
একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে এই ১১৭টি পদ ফাঁকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: ২০১৮ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৭ জনকে প্রতিবন্ধী কোটায় কেন নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে এই ১১৭টি পদ ফাঁকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আজ সোমবার (১১ মার্চ) হাইকোর্টের একটি সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ছিদ্দিকউল্লাহ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।