পুতিনকে ধুয়ে দিলেন রাচিনস্কি
নোবেল বিজয়ী মানবাধিকার সংগঠন মেমোরিয়ালের চেয়ারম্যান ইয়ান রাচিনস্কি
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফ্যাসিবাদী ও সাম্রাজ্যবাদী আখ্যা দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার সংগঠন মেমোরিয়ালের চেয়ারম্যান ইয়ান রাচিনস্কি।
সুইডেনের অসলোতে অনুষ্ঠিত নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি পুতিনকে রীতিমতো ধুয়ে দেন।
ইউক্রেনে যুদ্ধজুড়ে দেওয়ায় পুতিনের সমালোচনা করে রাচিনস্কি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য স্বেচ্ছাচারী আচরণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা অমানবিক ও অমার্জনীয়।
রাচিনস্কি আরও বলেন, সাম্রাজ্যবাদী চিন্তাধারা লালন করছেন পুতিন।
১৯৮৯ সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’।
এদিকে বেলারুশের কারাগারে আটক থাকার কারণে সরাসরি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি। তার পক্ষে পুরস্কার নেন স্ত্রী নাতালিয়া পিনচুক। পুতিনের স্বৈরাচারী আচরণের সমালোচনা করেন নাতালিয়া। সেই সঙ্গে বিশ্ববাসীকে রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews