পটুয়াখালী ও বরগুনায় ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৃষ্টিপাত, সাগর উত্তাল
এখন ২ নম্বর সতর্ক সংকেত চলছে

প্রথম নিউজ, পটুয়াখালী ও বরগুনা: ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল ৯ টা পর্যন্ত জেলায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এটি আগামী পাঁচদিন অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ন আবহাওয়া কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এখন ২ নম্বর সতর্ক সংকেত চলছে। সাধারণত ৪ নম্বর সংকেত জারি হলে সভা আহ্বান করা হয়। এরপরও ইউএনওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।
বরগুনা: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরগুনায় বৃষ্টি শুরু হয়েছে। বইছে হালকা বাতাস। আজ সোমবার (৯ মে) সকাল থেকে বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইতে শুরু করে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ৯ মে সকাল থেকে পরবর্তি ২৪ঘণ্টা বরগুনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বর্তমানে ২নং দূরবর্তি হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যাচ্ছেন তারা।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় অধিকাংশ মাছধরা ট্রলার ঘাটে ফিরেছে। কেউ কেউ সমুদ্রতীরের বিভিন্ন ছোট খালে আশ্রয় নিয়েছে। যারা এখনও ঘূর্ণিঝড়ের সংকেত পায়নি, তাদেরকে সংকেত পৌঁছে সতর্ক করার পাশাপাশি তীরে আনার চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews