পাকিস্তানি অভিনেতার সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

 পাকিস্তানি অভিনেতার সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন
 পাকিস্তানি অভিনেতার সঙ্গে আমিশার প্রেমের গুঞ্জন-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। যদিও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছেন, এ ধরনের খবর শোনার পর নাকি তিনি শুধুই হেসেছেন।

আমিশা ও ইমরান দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেখানেই সম্প্রতি ইমরানের সঙ্গে তার দেখা হয়। তখন তারা মজার ছলে ‘দিল ম্যায় দার্দ সা জাগা হ্যায়’ গানের সঙ্গে ভিডিও রেকর্ড করেন। আমিশা সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই শুরু হয় তাদের সম্পর্কের গুঞ্জন।

তবে আমিশার কথায়- ‘এ ধরনের রটনা পুরোপুরি পাগলামি ও ছেলেমানুষি। কারণ অনেক বছর পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা। তার সঙ্গে শুধুই আড্ডা ছিল।’

অভিনেত্রীর ভাষ্য, ‘ওই গানটি আমার খুব পছন্দ। প্রিয় গানও বটে। আমাদের এই ভিডিও অন্য এক বন্ধু রেকর্ড করেন। ভিডিওটি অনেক ভালো হয়েছিল বলেই পোস্ট করেছি। এখানে পরিকল্পিত কিছু নেই। আমার বয়স এখন ৪৬। এ বয়সে নতুন প্রেমের খবর শুনলে ভালোই লাগে।’

২০০১ সালে মুক্তি পাওয়া ‘গাদার’ ছবির সিক্যুয়েল ‘গাদার টু’ নিয়ে আসছেন আমিশা। নতুন এ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে তাকে। আছেন উৎকর্ষ শর্মাও।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom