পাওনা টাকা ফেরত না দেওয়ায় ১ জনকে হত্যা
সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের আকুয়া দক্ষিণপাড়া এলাকায় পাওনা ১০০ টাকা ফেরত না দেওয়ার জেরে একজনকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. নাহিদ (৩০)। তাঁর বাড়ি আকুয়া দক্ষিণপাড়া এলাকায়। বাবার নাম নুরু মিয়া। নাহিদকে হত্যার অভিযোগে আটক তরুণের নাম হৃদয় (২৫)। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নাহিদের কাছে ১০০ টাকা পাওনা ছিল হৃদয়ের। তাঁরা দুজন বন্ধু। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের আকুয়া আমজাদ ব্যাপারী রোড এলাকায় নাহিদের কাছে ১০০ টাকা ফেরত চান হৃদয়।
নাহিদ টাকা ফেরত না দিয়ে উল্টো হৃদয়কে গালাগাল করেন। এতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় একটি কাচের টুকরা দিয়ে নাহিদের পেটে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত নাহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে।