নয়া দিল্লিতে বৃটিশ শীর্ষ কূটনীতিককে তলব
লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে খালিস্তানপন্থি বিক্ষোভকারীরা ভারতীয় জাতীয় পতাকা নামিয়ে নেয়। এতে ক্ষুব্ধ হয় ভারত।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : লন্ডনে ভারতীয় জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানাতে ভারতে নিযুক্ত বৃটিশ সিনিয়র কূটনীতিককে তলব করেছে নয়া দিল্লি। লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে খালিস্তানপন্থি বিক্ষোভকারীরা ভারতীয় জাতীয় পতাকা নামিয়ে নেয়। এতে ক্ষুব্ধ হয় ভারত। এ খবর দিয়ে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ওই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একজন শিখ প্রতিবাদী লন্ডনে ওই মিশনে অবস্থান নিয়েছে। সেখান থেকে ভারতীয় পতাকা নামিয়ে ফেলছে। এ সময় অন্য প্রতিবাদীরা উল্লাস করছিল। এরপর ওই প্রতিবাদী খালিস্তানি পতাকা উড়াতে থাকেন। একজন কর্মকর্তাকে দেখা যায় তাকে থামানোর চেষ্টা করছেন। সাংবাদিক শেহজাদ হামিদ আহমেদ তার রিপোর্টে উল্লেখ করেছেন, ভারতের পাঞ্জাব রাজ্যে ইন্টারনেট ও মোবাইল ফোন সার্ভিস সাময়িক বন্ধ করে খালিস্তানপন্থি নেতা অমৃতপল সিং’কে গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে পুরো রাজ্যে। এর প্রতিবাদে এ ঘটনা ঘটেছে।
লন্ডনে ভারতীয় হাই কমিশনের ‘বিচ্ছিন্নতাবাদী এবং উগ্রপন্থিদের পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ’ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বৃটিশ নিরাপত্তায় পুরোপুরি অনুপস্থিতি ছিল। এর জন্য হাইকমিশন চত্বরে এসব গোষ্ঠী প্রবেশ করতে পেরেছে। এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছে ভারত। ভারতীয় কূটনৈতিক চত্বর এবং কর্মকর্তাদের নিরাপত্তায় বৃটিশ সরকার যে উদাসীনতা দেখিয়েছে, ভারত তাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ভারত আশা করে, যারা ওই ঘটনায় জড়িত তাদের প্রত্যেককে শনাক্ত করে, গ্রেপ্তার করে অবিলম্বে বিচারের আওতায় আনবে বৃটিশ সরকার। এমন ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে বলে জোর দাবি করে ভারত।
ভারতীয় হাইকমিশনে এই ঘটনাকে ‘সহিংস বিশৃংখলা এবং ভাঙচুর’ বলে নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেন, আমাদের শহরে এই ধরনের আচরণের কোনো স্থান নেই। তিনি বলেন, এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওদিকে স্ক্রল ডট ইন রিপোর্টে বলেছে, স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, তারা ভারতীয় পতাকা নামিয়ে ফেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই ওইসব বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশ বলেছে, ওই ঘটনার সময় দু’জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলেছে, হাইকমিশন ভবনের জানালা ভাঙচুর করা হয়েছে। ওদিকে সপ্তাহান্তে ভারতে অমৃতপল সিংয়ের কমপক্ষে ১১২ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। অমৃতপলকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা রক্ষাকারীরা। সোমবার পুলিশ বলেছে, তারা অমৃতপলের বিরুদ্ধে তল্লাশি চালিয়েই যাচ্ছে। এরই মধ্যে জালান্ধারে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন তার এক আঙ্কেল এবং গাড়ির চালক। তবে গভীর রাতে ফোনকলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাতকার দিয়েছেন অমৃতপলের আঙ্কেল। তিনি পুলিশের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি পালিয়ে বেড়াচ্ছি না। একই ভাবে তাদের সংগঠন ওয়ারিস পাঞ্জাব ডি দাবি করেছে, তাকে জালান্ধারে শাহকোট পুলিশ গ্রেপ্তার করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: