নড়িয়ায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১০
নিহতের নাম মামুন খান। তিনি নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুস ছালাম খানের ছেলে।
প্রথম নিউজ, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহতের নাম মামুন খান। তিনি নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুস ছালাম খানের ছেলে।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় যুবলীগ নেতা কুদ্দুস খান ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছ বেপারির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন খানকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদ হাসান বলেন, নিহত মামুনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখানে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি। তবে এলাকা পুরুষশূন্য হয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews