নিহত শাওনের পরিবারের সঙ্গে স্কাইপি পুরো পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্কাইপে শাওনের বাবা ছোয়াব আলী ভুঁইয়া নিজের বড় সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে কেঁদে উঠেন।

নিহত শাওনের পরিবারের সঙ্গে স্কাইপি পুরো পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রথম নিউজ, ঢাকা: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের বাবা ও ছোট ভাইয়ের সঙে স্কাইপিতে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময়ে তিনি পরিবারকে শান্তনা দেওয়ার পাশাপাশি তাদের পুরো পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান। বর্তমান সরকারের অন্যায়, অত্যাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে সুদিন আসলে তাদের সবাইকে পুনর্বাসন করা হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্কাইপে শাওনের বাবা ছোয়াব আলী ভুঁইয়া নিজের বড় সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে কেঁদে উঠেন। তিনি জানান, মুন্সীগঞ্জ হাসপাতালে তার সন্তানের চিকিৎসা হয়নি। আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের বাঁধার কারণে এক ঘণ্টার মতো বিনা চিকিৎসায় ছিলো শাওন। পরে বিএনপি নেতাদের প্রচেষ্টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শাওন মারা গেছেন। এসময়ে তিনি তার পরিবারের নানান সমস্যার প্রসঙ্গও সামনে আনেন।

তিনি বলেন, দেশের জন্য তার ছেলে শহীদ হয়েছেন। এজন্য তিনি গর্ববোধ করছেন। তারেক রহমান নিহত শাওনের রেখে যাওয়া শিশু সন্তান ও তার স্ত্রীর খোঁজ খবর নেন এবং যতদিন শাওনের সন্তান প্রাপ্তবয়স্ক না হবে ততদিন তার লেখাপড়া সহ সকল দায়িত্ব গ্রহন করেন। শাওনের ছোট ভাই ছোটভাই সোহানও তারেক রহমানের সঙ্গে কথা বলেন। নিজের বড় ভাইয়ের মৃত্যুতে তিনিও কাঁদেন।

এসময়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্লফা জগলুল পাশা পাপেল ও দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া গত বুধবার জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মহৃল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নারায়ণগঞ্জ ও ভোলা তিন নেতা হত্যার বিচারের দাবিতে গত বুধবার মুন্সীগঞ্জের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত মিরকাদিম পৌরশাখা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন মৃত্যুবরণ করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom