নানাবাড়ি বেড়াতে এসে কুয়াকাটা সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নানাবাড়ি বেড়াতে এসে কুয়াকাটা সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

প্রথম  নিউজ, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় তার সঙ্গে থাকা মাসুম ও সাইমুন নামের আরও দুজন অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে চরগঙ্গামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিখোঁজ নাবিল কলাপাড়া পৌরশহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। নাবিল ঈদের ছুটিতে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় নানা আব্দুল গনির বাড়িতে বেড়াতে আসে। পরে ঈদের দ্বিতীয় দিন সকালে নানাবাড়ি সংলগ্ন সৈকতে সমবয়সী পাঁচ/ছয়জন মিলে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয়।

ফায়ার সার্ভিসের কলাপাড়া স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে যাচ্ছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।