নাটোরে যুবককে গুলি করে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফরহাদ খন্দকার নামে এক যুবক নিহত হয়েছে। গত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নাটোর: নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফরহাদ খন্দকার নামে এক যুবক নিহত হয়েছে। গত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ফরহাদ খন্দকার একই এলাকার মসলুর উদ্দিনের ছেলে। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, মঙ্গলবার সকালে ফরহাদ খন্দকার কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজখবর করেন তার স্বজনরা। এক পর্যায়ে ফরহাদের স্ত্রী লুৎফুন্নাহার বাড়ির পাশের স্কুলের শহীদ মিনারের পাশে ফরহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ যুবককে গুলি করে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজশাহী থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: