না’গঞ্জে গায়েবী মামলায় বিএনপির নেতা রোজেল সহ ৩ জন কারাগারে
তাদের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত
হোসেন খান জানান, ২০ নভেম্বর ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা
মামলায় ছাত্রদল নেতা জাকির খানের হাজিরা ছিল। ওইদিন জাকির খানের কর্মী সমর্থকরা আদালতপাড়ায় উপস্থিত হওয়ায় পুলিশ বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলায় রোজেল, পান্না মোল্লা ও সোহাগ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তারা ৩ জন জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।