নিখিলের শাড়িতে সাজলেন নুসরাতের ‘বান্ধবী’ শ্রাবন্তী

টালিউডে শ্রাবন্তী নুসরাতের অগ্রজ। তবু তাকে ভালো বান্ধবী হিসেবে পরিচয় দেন বসুরহাটের এই সংসদ সদস্য

নিখিলের শাড়িতে সাজলেন নুসরাতের ‘বান্ধবী’ শ্রাবন্তী
নিখিলের শাড়িতে সাজলেন নুসরাতের ‘বান্ধবী’ শ্রাবন্তী-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : টালিউডে শ্রাবন্তী নুসরাতের অগ্রজ। তবু তাকে ভালো বান্ধবী হিসেবে পরিচয় দেন বসুরহাটের এই সংসদ সদস্য। দুজনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সম্প্রতি নুসরাতের সাবেক স্বামী নিখিল জৈনের ব্র্যান্ডের শাড়িতে নিজেকে সাজিয়েছেন শ্রাবন্তী। স্লিভলেস ছোট্ট ব্লাউজে শ্রাবন্তীকে দেখে সবাই মুগ্ধ। কিন্তু নুসরাত জাহানের প্রতিক্রিয়া কী সেটি কিন্তু এখনো জানা যায়নি।

নুসরাত-শ্রাবন্তী মাঝেমধ্যেই একসঙ্গে আড্ডা দেন। শ্রাবন্তীর সঙ্গে বন্ধুত্ব রয়েছে নিখিল জৈনেরও। 

নিখিল জৈনের সঙ্গে গত কয়েক বছর ধরেই নতুন সম্পর্ক গড়ে তুলেছেন শ্রাবন্তী, তবে এটি সম্পূর্নরূপে পেশাদার সম্পর্ক। নিখিলের বস্ত্র বিপণির হয়ে মাঝেমধ্যেই ফটোশ্যুট করেন শ্রাবন্তী। দুর্গাপূজার আগে আবারও নিখিলের নকশা কাটা শাড়িতে নিজেকে সাজিয়েছেন শ্রাবন্তী। 

স্লিভলেস ছোট্ট গোলাপি ব্লাউজ, সঙ্গে গোলাপি রঙা ভারি সিল্কের শাড়িতে অপূর্ব লাগছে শ্রাবন্তীকে। যেন সন্মোহনী জাদু ছড়ালেন এ নায়িকা। শাড়ির সঙ্গে ম্যাচ করে পরেছেন জুয়েলারি— গলায় ভারি নেকলেস, কানের হাতে বালা-দুর্দান্ত দেখাচ্ছে অভিনেত্রীকে। 

এর আগেও বেশ কয়েকবার নিখিল জৈনের ডিজাইন করা শাড়ি বা লেহেঙ্গায় লেন্সবন্দি হয়েছেন শ্রাবন্তী। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom