নেইমারদের ১০ রকমের নাচ থাকছে বিশ্বকাপে

কাতার বিশ্বকাপের গ্রুপ জি-তে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

নেইমারদের ১০ রকমের নাচ থাকছে বিশ্বকাপে
নেইমারদের ১০ রকমের নাচ থাকছে বিশ্বকাপে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক :কাতার বিশ্বকাপের গ্রুপ জি-তে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া ছাড়াও রয়েছে ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলতে নামবে নেইমার ডি সিলভার দল। 

সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের রাফিনহা জানালেন বিশ্বকাপে আসার আগে ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা। প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করেছে তার দল ব্রাজিল। রাফিনহা বলেন, ‘সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।’এর আগে কাতারে পৌঁছে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে বিশ্বকাপ খেলা। যখন থেকে ফুটবল বুঝতে শুরু করেছি, তখন থেকেই বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। আবার যখন সুযোগ পেয়েছি, তখন সেটাকে সত্যি করতেই হবে। আমিও একজন সাধারণ মানুষ। প্রচুর চাপ রয়েছে, সারা বিশ্ব আমাকে চেনে, ১০ নম্বর জার্সি পরার চাপ রয়েছে। তবু আমি চেষ্টা করি মাটিতে পা রেখে চলার। অন্যদের যেমন পরিবার, বন্ধু রয়েছে, আমারও রয়েছে। আমি মানুষ, আমারও আবেগ রয়েছে।’

ব্রাজিলের তিনটি ম্যাচের মধ্যে প্রথমটি বৃহস্পতিবার। তার পর সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর খেলবেন নেইমাররা। গ্রুপের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। সেদিন ক্যামেরুনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom