ধামরাইয়ের সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদণ্ড

আজ রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ধামরাইয়ের সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদণ্ড
প্রতীকি ছবি

প্রথম নিউজ, ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা ও দুদকের কোর্ট পরিদর্শক আলী আক্কাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করেন।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এ মামলাটি করেন। ২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom