ধামরাইয়ে বংশী নদী ভরাট করে দখল : প্রশাসন নির্বিকার

ধামরাইয়ে বংশী নদী ভরাট করে দখল : প্রশাসন নির্বিকার

প্রথম নিউজ , ধামরাই : ঢাকার ধামরাইয়ে বংশী নদী ভরাট করে দখল করেছে একটি সিন্ডিকেট চক্র ।
জানাগেছে , ধামরাই উপজেলার কালামপুর আঞ্চলিক সড়কের সোমভাগ কাটাখালি এলাকায় বংশী নদীতে রাইস মিলের পোড়া কুড়া দিয়ে রাতের আঁধারে নদী ভরাট করেই চলছে পাশে থাকা রাইস মিলের একটি সিন্ডিকেট চক্র । বংশী নদী ভরাটের ফলে নদীতে নৌযান চলাচলে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে । স্থানীয়রা জানান , প্রশাসন কে ম্যানেজ করে রাইস মিল মালিকের একটি চক্র রাতারাতি নদী ভরাট করে দখল অব্যাহত রেখেছে । নদী দখলকারী এই চক্রটি প্রভাবশালী হওয়ায় কাউকে তোয়াক্কা না করেই নদী ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে । এ দিকে নদী ভরাটকারী চক্রের এক সদস্য বলেন ,আমরা স্থানীয় প্রশাসন কে জানিয়েই ভরাটের কাজ করছি । নদীর পাড়ে দোকান মার্কেট নির্মাণ হবে এই বলে  নিউজ বন্ধের জন্য অর্থের প্রলোভন দিয়ে ম্যানেজের চেষ্টা করে ।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ প্রতিবেদককে বলেন , নদী ভরাট ও দখলের ঘটনা আমার জানা নেই , তবে খোঁজ খবর নিয়ে আইনি ব্যাবস্থা নেওয়া হবে ।