দৌলতদিয়ায় ঘাট পারের অপেক্ষায় শতাধিক যানবাহন
প্রথম নিউজ, রাজবাড়ী: ফরিদপুরে আটরশির উরস ফেরত যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। শতাধিক যানবাহন নদী পারের জন্য সিরিয়ালে আটকা পড়েছে। প্রতিটি যানবাহনকে ঘণ্টারও বেশি সময় ফেরিতে ওঠার অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। উরস ফেরত যাত্রী ইয়াছিন মীর, আলমগীর মিয়া, সাইফুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, ফরিদপুরে আটরশির উরস শেষে তারা তাদের ভাড়া করা বাসে বাড়ি ফিরছিলেন। কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে যানবাহনের সিরিয়ালে আটকা পড়েছেন। ৪০ মিনিটেরও বেশি সময় সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। কখন ফেরি পাবেন বলতে পারছেন না।
ঘাটে দায়িত্বরত রাজবাড়ী ট্রাফিক পুলিশের এটিএসআই মাহবুবুর রহমান বলেন, হঠাৎ ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এই সিরিয়ালে ফরিদপুরের উরস ফেরত যানবাহন বেশি। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে তিনদিনের উরস শেষ হওয়ায় ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এ নৌরুটে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে আটটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।