ধামরাইয়ে ডামি নির্বাচন বর্জনের প্রতিবাদে  যুবদলের বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে ডামি নির্বাচন বর্জনের প্রতিবাদে  যুবদলের বিক্ষোভ মিছিল

প্রথম নিউজ , ধামরাই :  ধামরাইয়ে ডামি নির্বাচন বর্জনের প্রতিবাদে  যুবদলের বিক্ষোভ মিছিল করেছে ।
গতকাল  মঙ্গলবার বিকেল ২  টার দিকে ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের বারবাড়িয়া থেকে বাথুলী বাসষ্ট্যান্ড পর্যন্ত ঢাকা জেলা যুবদলের  সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন সহ সফল করতে ধামরাই উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে । বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  যুবদল নেতা  খুররম চৌধুরী টুটুল ,  মোবারক হোসেন , রাকিব হোসেন জয় প্রমুখ ।  বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের প্রদক্ষিণ করে পরে  মিছিলটি শেষ হয়  ।