ধানমন্ডিতে বাসায় ডেকে নিয়ে বিউটিশিয়ানকে গণধর্ষণ
আজ বৃহস্পতিবার সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ধানমন্ডির একটি বাসায় বিউটিশিয়ানকে (২৫) গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের স্বামী বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন।
আজ বৃহস্পতিবার সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডির একটি বাসায় এক বিউটিশিয়ানকে হোম সার্ভিসের কথা বলে গণধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় চার জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি। এদিকে সূত্রে জানা গেছে, এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ওই নারী গণধর্ষণের শিকার হন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। হোম সার্ভিসের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল। পরে বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews