দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা প‌রিবা‌রের হা‌তে ব‌ন্দি: ড. মোশাররফ

তিনি বলেছেন, আজকে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নাই। দেশের সীমান্ত এলাকায় মানুষের প্রাণহানি হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু তার কোন প্রতিবাদ করার ক্ষমতা এই সরকারের নাই। এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়েছে।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা প‌রিবা‌রের হা‌তে ব‌ন্দি: ড. মোশাররফ
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

প্রথম নিউজ, ঢাকা: দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা প‌রিবা‌রের হা‌তে ব‌ন্দি বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আজকে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নাই। একটা পরিবারের কাছে সার্বভৌমত্ব বন্দি। দেশের সীমান্ত এলাকায় মানুষের প্রাণহানি হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু তার কোন প্রতিবাদ করার ক্ষমতা এই সরকারের নাই। এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়েছে।

আজ সোমবার  জাতীয় প্রেসক্লাবের মিলানায়তনে 'বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে' মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব‌্য ক‌রেন। 

খন্দকার মোশাররফ বলেন, যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি, কেউ মুক্তিযুদ্ধের রঙ্গানে কাজ করেছি। স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কি পেয়েছি, আমাদের প্রত্যাশা ও করনীয় নিয়ে আলোচনা করতে হয়। এর থেকে দুর্ভাগ্য একটি জাতির জন্য হতে পারে না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom